ঢাকা সিটির মধ্যে হোম ডেলিভারি চার্জ মাত্র ৬০ টাকা। তবে বহুতল ভবনের ২য় তলা পর্যন্ত যেকোন ওজনের পণ্য সরবরাহ করা যাবে। কিন্তু এর অধিক উচ্চতার ক্ষেত্রে ১৫ কেজি পর্যন্ত পণ্য বিদ্যমান ডেলিভারি চার্জের আওতায় পড়বে, এর বেশি হলে বাড়তি প্রতি ৫ কেজি ওজনের জন্য ১০ টাকা হারে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে। তবে ভবনে লিফট থাকলে এবং লিফটে পণ্য বহনের সুবিধা গ্রহণ করা গেলে কোন অতিরিক্ত ডেলিভারি চার্জ প্রযোজ্য হবে না।

✅ বিভিন্ন সুনামধন্য কুরিয়ার বা পার্সেল কোম্পানির মাধ্যমে দেশের যেকোন জায়গায় হোম ডেলিভারি করা হবে।
✅ পার্সেলের ওজন ৪ কেজি পর্যন্ত কুরিয়ার চার্জ ১৬০ টাকা, এর পরবর্তী প্রতি ১ কেজি ওজনের জন্য ২০ টাকা চার্জ প্রযোজ্য।
✅ সারাদেশে ক্যাশ অন ডেলিভারি (COD) প্রযোজ্য। তবে কুরিয়ার চার্জ বাবদ ন্যূনতম ১৬০ টাকা অগ্রীম পরিশোধ করতে হবে।
✅ পার্সেল বুকিং বা অর্ডার নিশ্চয়নের পর পন্য পৌঁছাতে স্থানভেদে ২-৩ দিন সময় লাগতে পারে
✅ যেকোন পচনশীল পণ্য পাঠানো যাবেনা।

কুরিয়ার বা পার্সেল কোম্পানির ধরন ও এলাকাভেদে হোম ডেলিভারি বা থানা বা উপজেলা পর্যায়ে ডেলিভারি সুবিধা রয়েছে তা বিবেচনায় রাখতে হবে। অন্যথায় এক্ষেত্রে হোম ডেলিভারি সুবিধা এবং থানা পর্যায়ে ডেলিভারি সুবিধা নেই। অন্যান্য শর্তগুলো হলো-

✅ কুরিয়ার চার্জ সহ পণ্যের সম্পূর্ণ দাম পূর্বেই বিকাশ বা নগদ বা কার্ডের মাধ্যমে পরিশোধ করতে হবে।
✅ সর্বনিম্ন চার্জ ১৬০ টাকা। পণ্যের পরিমাণ বেশি হলে কুরিয়ার চার্জ বাড়বে।
✅ ২৫ কেজি চালের বস্তার চার্জ ২০০ টাকা, ৫ লিটার তেলের চার্জ ১৫০ টাকা। শুধুমাত্র জেলা পর্যায়ে (ব্রাঞ্চ অফিস) যাবে। এই দুটি পণ্যের সাথে অন্য যেকোন পণ্য এড হলে এক্সট্রা ১৪০ টাকা চার্জ যুক্ত হবে। তবে পণ্যের পরিমাণ বেশি হলে চার্জ আরো বাড়তে পারে।
✅ যেকোন পচনশীল পণ্য পাঠানো যাবেনা।
✅ পার্সেল বুকিং বা অর্ডার নিশ্চয়নের পর পন্য পৌঁছাতে স্থানভেদে ২-৩ দিন সময় লাগতে পারে।

আপাতত  তাঁজা মাছ, গোস্ত, শাক-সবজি ও ফলের অর্ডার শুধুমাত্র ঢাকা সিটির মধ্যে নেয়া হচ্ছে। দয়া করে অর্ডারটি প্রতিদিন রাত ১০টার মধ্যে সম্পূর্ন করুন তাহলে পরের দিন সকাল ১১ঃ৫৯ মিনিটের মধ্যে আপনার অর্ডারকৃত তাঁজা মাছ, গোস্ত, শাক-সবজি ও ফল আপনার ঠিকানায় পৌঁছে দেব ইনশাল্লাহ।

[বিঃ দ্রঃ এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, পচনশীল খাদ্য সামগ্রীর জন্য ডেলিভারির সময় প্রয়োজনে তাৎক্ষণিক চেক করে ফেরত দিন অথবা কিছুসময়ের মধ্যে পন্যের ২/৩ ছবি বা ১টা সংক্ষিপ্ত ভিডিও ক্লিপ আমাদের হোয়াটসআপ নাম্বার অথবা ই-মেইলঃ sglobalshop@gmail.com or swapanshopbd@gmail.com শেয়ার করুন ।]